জাতীয় ডেস্ক ।। দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কিরণ বেদি প্রচারে বেরিয়ে কেঁদে ফেললেন। বুধবার নির্বাচনী প্রচারের শেষদিন। শেষদিনে নিজের আবেগকে ধরে রাখতে পারলেন না বিজেপির ‘আয়রন লেডি’ নামে পরিচিত কিরণ বেদি।
বুধবার সকালে নিজের নির্বাচনী ক্ষেত্র কৃষ্ণনগরে প্রচারে বের হন কিরণ বেদি। মানুষজনের সামনে আঁচমকা আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন তিনি।
কিরণ বেদি বলেন, মানুষেরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে। ক্ষমতায় আসার পর কাজের মাধ্যমে এই ভালোবাসার প্রতিদান দিতে চাই।
কিরণ বেদির চোখে জল দেখে তার পেছনে থাকা বিজেপির এক কর্মকর্তা মাইকে বলেন, দেখুন, আপনাদের ভালোবাসায় অভিভূত হয়ে কিরণজী আবেগপ্রবণ হয়ে পড়েছেন, আমার আর কিছু বলার নেই।
এই প্রথম বিজেপির কথিত এই ‘আয়রন লেডি’ প্রচারে বেরিয়ে ভেঙে পড়লেন। কিরণ বেদি বলেছেন, প্রচারে বেরিয়ে মানুষেরা তাকে অনেক ভালোবাসা দিয়েছে, বিজেপি সরকার গঠন হওয়ার পর আমি তাদের ভালোবাসার প্রতিদান উন্নয়নের মাধ্যমে দিতে চাই। তথ্যসূত্র : রেডিও তেহরান