দেবজিত চক্রবর্তী, আগরতলা, ২৯ এপ্রিল ।। কেন্দ্রের সড়ক পরিবহন সুরক্ষা বিলের পেছনেও কর্পোরেটদের সুবিধা পাইয়ে দেওয়ায় পন্থা বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে পরিবহনের সঙ্গে যুক্ত বাম শ্রমিক সংগঠনগুলো, পাশাপাশি এই বিলের বিরুদ্ধে সরব হয়েছে দেশের অন্যান্য পরিবহন সংগঠনগুলোও। অবিলম্বে কেন্দ্রের সড়ক পরিবহন সুরক্ষা বিল প্রত্যাহারের দাবীতে বৃহস্পতিবার দেশজুড়ে ২৪ ঘন্টার বন্ধ হতে যাচ্ছে তাতে সামিল হচ্ছে এ রাজ্যও।