যুবরাজনগরে কম্পিউটারাইজড এনার্জি বিলিং সিস্টেমের উদ্বোধন

ফাইল ছবি
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ।। বুধবার, হাপলং পঞ্চায়েতের পাশে নবনির্মিত যুবরাজনগর বিদ্যুৎ মহকুমা কার্যালয় এবং কম্পিউটারাইজড এনার্জি বিলিং সিস্টেমের উদ্বোধন করেন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। বি এ ডি পেতে এই বিদ্যুৎ মহকুমা কার্যালয় নির্মাণে প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয় হয়েছে। উদ্বোধকের ভাষণে বিদ্যুৎ মন্ত্রী বলেন, সভ্যতার বিকাশে প্রথম শর্ত হল বিদ্যুৎ। তিনি বলেন, রাজ্যে ১৯৭৮ সালের পূর্বে বিদ্যুৎ গ্রাহক ছিলেন ১৪ হাজার ৭০০টি পরিবার, বর্তমানে রাজ্যে ৬ লক্ষ ৯০ হাজারের বেশী পরিবার বিদ্যুৎ গ্রাহক রয়েছেন। যুবরাজনগরে কম্পিউটারাইজড এনার্জি বিলিং সিস্টেমের উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি প্রতিমা দাস সহ আরও অনেকে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*