প্রতিবাদ কর্মসূচী নিয়ে মাঠে কংগ্রেস

cngrsদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ৭ আগষ্ট ।। রাজনীতির প্রসঙ্গ যেমন থাকে, তেমনি থাকে প্রাসঙ্গিকতা। এই ক্ষেত্রে ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে কংগ্রেসের ভূমিকা নিয়ে তাবড় গণমাধ্যমে নানাভাবে বিচার বিশ্লেষন হচ্ছে। কথায় বলে হাঁড়ির খবর সবচাইতে ভালো জনেন গৃহস্থ – এই উপমায় বিচার করলে কংগ্রেসের অবস্থান কোন পর্যায়ে তা উপলব্ধি করার ক্ষমতা ও যোগ্যতা নিশ্চয়ই আছে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের। বৃহস্পতিবার পুরএলাকা বিন্যাসের ঘটনায় কংগ্রেস আন্দোলনের পথে নেমেছে। এই ক্ষেত্রে রাজনীতি সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বিলম্বের খেসারতের কথা বলেছেন। সিভিল সেক্রেটারীয়েটে নিয়োগের প্রশাসনের নতুন দগন্তের প্রতিবাদ জানানো হয়েছে কংগ্রেসের তরফে। খাদ্য সুরক্ষা বিল নিয়ে পথে নামতে যাচ্ছে যুব কংগ্রেস। সাম্প্রতিক সময়ের নির্বাচনগুলোতে ত্রিপুরায় যে ইঙ্গিত পাওয়া গেছে তাতে কয়েকমাস বাদে হতে যাওয়া পুর নিগমের ভোট রাজ্য কংগ্রেসের জন্য অ্যাসিড টেস্টের সমান বলাই বাহুল্য।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*