মেয়ে অসুস্থ তিরিশ দিনের প্যারোলে মুক্তি সঞ্জয় দত্তের

sdতারায় তারায় ডেস্ক ।। মেয়ের অসুস্থতার কারণে এবছর জুনে প্যারোলের জন্য আবেদন করেছিলেন অভিনেতা এবং মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আসামি সঞ্জয় দত্ত। তার আবেদন মেনে মেয়ের অস্ত্রোপচারের জন্য মহারাষ্ট্র সরকার তিরিশ দিনের প্যারোল মঞ্জুর করল সঞ্জয় দত্তকে। তবে এর আগেও বেশ কয়েকবার সঞ্জয় দত্তের প্যারোলে মুক্তি নিয়ে সংবাদমাধ্যমে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই দাবি করেছেন তারকা হওয়ার সুবাদেই বারংবার এই বিশেষ সুবিধে পাচ্ছেন সঞ্জয় দত্ত। দুদিন আগেই পুণে ডিভিশনল কমিশনার সঞ্জয় দত্তের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। আগামী কয়েকদিনের মধ্যেই নিজের বাড়ি আসতে পারবেন অভিনেতা। তিরিশ দিনের প্যারোল বাড়িয়ে আরও অতিরিক্ত ষাট দিন নেওয়া যায়। সেক্ষেত্রে সঞ্জয় দত্ত মোট তিন মাসের মতো প্যারোলে মুক্ত থাকতে পারবেন, যদি তিনি বাড়ানোর জন্য আবেদন করেন। ২০১৩ সালের মে মাসে, মুম্বাই বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত সঞ্জয়ের কারাবাস শুরু হয়। তারপর থেকে এখনও অবধি সঞ্জয় প্যারোলে মোট ১৪৬ দিন জেলের বাইরে থেকেছেন।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*