গোপাল সিং, খোয়াই, ০৬ নভেম্বর ।। খোয়াই শহর এবং শহরতলীতে দু:সাহসিক চুরির ঘটনা নিত্যদিনই ঘটে চলছে। পুলিশী নিস্ক্রিয়তাকেই দায়ী করে ক্ষোভে ফুসছেন খোয়াইবাসী। এর মধ্যেই খোয়াই নৃপেন চক্রবর্তী এভিন্যু’র মতো ব্যস্ততম এলাকা থেকে অনতি দুরে জনৈক ঠিকেদার বিজন দাসের বাড়ী। আর উনার অনুপস্থিতিতেই ব্যস্ততম সড়ক সংলগ্ন ঠিকেদারের বাড়ী থেকেই চুরি হলো ১৪ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ। পুলিশ সুত্রে খবরেএক সপ্তাহ যাবত বাড়ীতে ছিলেন না ঠিকেদার বিজন দাস। ছেলেকে নিয়ে ছিলেন রাজধানী আগরতলায়। আর সেই সুযোগকেই কাজে লাগালো চোরের দল। হাতিয়ে নিল মূল্যবান সামগ্রী। বৃহস্পতিবার বিকেলে বাড়ীতে এসেই চোখ ছানাবড়া হয়ে যায় বিজন বাবুর। তিনি দেখতে পেলেন ঘরের দড়জার কাড়াগুলি সুতিক্ষ্ণভাবে কাটা। ঘরের ভেতর আলমিরা সহ অন্যান্য সামগ্রীগুলিরও লকগুলি তেমনভাবেই কাটা। সম্পূর্ণ ঘরেই তছনছ করে শেষে ১৪ ভরি স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চোরের দল। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থলে পৌছে খোয়াই থানার পুলিশ। তল্লাশী শুরু হয়। পৌছানোর কথা রয়েছে ডগ স্কোয়াডেরও। এখন দেখার অন্যান্য চুরির ঘটনার মতোই এই দু:সাহসিক চুরির ঘটনাও কি ফাইলবন্দী হয়ে থাকে, নাকি প্রভাবশালী ঠিকেদারের বাড়ীতে চুরির ঘটনায় তৎপরতার সাথেই চোরের সন্ধান পেয়ে যায় খোয়াই পুলিশ প্রশাসন। এখন খোয়াইবাসীর নজর সেদিকেই।