পদ্মনাভ পাল, তেলিয়ামুড়া, ১৮ নভেম্বর ।। তেলিয়ামুড়ায় পুর পরিষদের ১৫টি রওয়ার্ডে মধ্যে ১৩টি ওয়ার্ডে কংগ্রেস এবার পুর ভোটের ময়দানে লড়াই করবে। বুধবার, দলীয় কর্মী সমর্থকদের নিয়ে কংগ্রেসের ১১ জন প্রার্থী মহকুমা শাসকের নিকট মনোনয়ন পত্র জমা দেন। উল্লেখ্য, তেলিয়ামুড়ার ১১নং ওয়ার্ডের প্রার্থী উত্তম চক্রবর্তী অনেক আগেই মনোনয়ন পত্র জমা দেন এবং মঙ্গলবার ৫নং ওয়ার্ডের প্রার্থী মধুসূদন রায় মনোনয়ন পত্র জমা দেন। তেলিয়ামুড়ায় পুর পরিষদের ১৫টি রওয়ার্ডে মধ্যে ১১ জন প্রার্থী বুধবার মনোনয়ন পত্র জমা করেন।