৫৩তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস পালিত

flag dayদেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৬ ডিসেম্বর ।। ১৯৪৯ সাল থেকে ভারতে ৬ই ডিসেম্বর যথাযথ মর্যাদায় পালন করা হয় সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস। ভারতে এবছর দিবসটির ৫৩তম বর্ষ উদযাপন হচ্ছে। এই দেশের সর্বভৌমত্ব রক্ষায় যে সমস্ত বীর সৈনিক আত্মহুতি দিয়েছেন যাঁদের সৌজন্যে দেশের অখণ্ডতা স্থিতিশীল সেই সৈনিকদের জন্যই ভারতের পতাকা দিবস সমর্পিত। জীবন বিপন্ন করে দেশ মাতৃকাকে যারা শত্রুর হাত থেকে প্রতিমুহূর্তে রক্ষা করছেন, রক্ত ঝরাচ্ছেন তাদের জন্য পতাকা দিবসে গোটা দেশ থেকে মানুষের আর্থিক সাহায্য নিয়ে বীর সৈনিক ও তাদের পরিবারের কল্যানে ব্যয় করা হয়। রাজ্যেও পালন করা হয়েছে ৫৩তম সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী দিবস। দিবসের মূল অনুষ্ঠান আয়োজিত হয় অরুন্ধতীনগরস্থিত পুলিশ প্যারেড গ্রাউন্ডে। পুলিশ প্যারেড গ্রাউন্ডে উপস্থিত ছিলেন রাজ্যের মূখ্যসচিব যশপাল সিং, অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনীর জওয়ান, তাদের পরিবার সহ সংশ্লিষ্ট বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*