গোপাল সিং, খোয়াই, ০৭ ডিসেম্বর ।। সোমবার সরব প্রচারের শেষ দিনে নাটকীয়ভাবে কংগ্রেস ভোট বয়কট করল খোয়াইতে। সোমবার বিকেলেই কংগ্রেস ভবনে সাংবাদিক বৈঠক করে খোয়াই জেলা সভাপতি ক্ষিতিষ ভৌমিক বলেন, পুলিশ প্রশাসনের পরোক্ষ মদতে কংগ্রেস দল পুর ভোটে প্রার্থী দেওয়ার পর থেকেই সন্ত্রাসের সৃষ্টি হয়েছে। সোমবারও দলীয় প্রচারে ৯নং ওয়ার্ডে যেতেই দুই সিপিআই(এম) নেতা অনিমেষ দে এবং দীগন্ত পাল তাদের গাড়ীর সামনে এসে দাঁড়িয়ে পড়ে। হুমকি দেয়। এরপরই দলীয় কর্মীরা খোয়াই থানায় এসে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে। এই অবস্থায় কংগ্রেস খোয়াই পুর ভোট বয়কট করে। ব্লক সভাপতি প্রণব বিশ্বাস বলেন, খোয়াইতে নির্বাচনের পরিবেশ নেই। কংগ্রেস দল নজীরবিহীন সন্ত্রাসের কারনে বাধ্য হয়ে জেলা সভাপতির সঙ্গে আলোচনা ক্রমে এই ভোট বয়কট করার সিদ্ধান্ত নেয়। তিনি বলেন দলের তরফে রিটার্নিং অফিসার, অবজারভার সহ রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়ে জানানো হয় সন্ত্রাসের কারনে কংগ্রেস দল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি। এছাড়া পুলিশ আধিকারিক রাজীভ সেনগুপ্ত এবং ওসি নারায়ন চক্রবর্তী গোটা বিষয়টিতে কংগ্রেসের দলীয় কর্মীদের কাছে প্রমান হিসাবে ভিডিও রেকর্ডিং চায়। পুলিশ সোমবারের ঘটনায় কোন ভূমিকা নেয়নি বলেও অভিযোগ করেন ব্লক কংগ্রেস সভাপতি।
তবে আশ্চর্য্যজনক ঘটনা হচ্ছে বিরোধী দলনেতা আগরতলায় বসে প্রেসমিটে যেসকল অভিযোগ এনেছেন তার কোনটাই খোয়াই কংগ্রেস কর্মীদের প্রেসমিটে বলা হয়নি। না অভিযোগপত্রে রয়েছে। তাহলে প্রশ্ন উঠছে এসব তথ্য তিনি কোথা থেকে পেলেন?
গোটা ঘটনার তীব্র সমালোচনা করেছেন সিপিআ্ই(এম) খোয়াই জেলা সম্পাদক সমীর দেবসরকার। তিনি বলেন, কংগ্রেসের ভোট বয়খটের গোটা বিষয়টি নাটকীয়। পরাজয়ের ভয়েই কংগ্রেস এমন করেছে। তৃনমুলের সাথেও যোগাযোগ রয়েছে কংগ্রেসের। তা আবারও প্রকাশ্যে এসে গেল বলেও দাবী করেন তিনি। কংগ্রেসের ভোট বয়কটকে হাস্যকর বলেই উল্লেখ করেন সমীর বাবু। সেই সাথে কংগ্রেসের অভিযোগকে নস্যাৎ করে সমস্ত অভিযোগকে সম্পূর্ ভিত্তিহীন, আজগুবি এবং সর্বাংশে মিথ্যা বলেই তীব্র নিন্দা জানিয়েছে সিপিআই(এম) খোয়াই মহকুমা কমিটি।