বুধবার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে

bdনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৮ ডিসেম্বর ।। আগরতলা পুর নিগম, পুর পরিষদ, ত্রিস্তর পঞ্চায়েতের ভোট উপলক্ষ্যে বুধবার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির তরফে জানা গেছে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী বুধবার আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে আখাউড়া স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীরা অন্যান্য দিনের মতো চলাচল করতে পারবে। বৃহস্পতিবার সকাল থেকে এ স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*