নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ০৬ ফেব্রুয়ারী ।। ডঃ বি আর আম্বেদকরের ১২৫তম জন্ম বার্ষিকিকে কেন্দ্র করে জেলা ভিত্তিক যুব কর্মশালার উদ্বোধন করলেন রাজ্যপাল তথাগত রায়। শনিবার ভারত সরকারের যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রনালয়ের অধীন পশ্চিম ত্রিপুরা জেলা নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং মেলাঘর পূর্ব চন্ডিগড়স্থিত ত্রিপুরা দূঃসাহসিক সামাজিক অভিযান সংস্থার পরিচালনায় আগরতলার এ ডি নগরস্থিত ত্রিপুরা রাজ্য সমবায় ইউনিয়ন হলঘরে এই কর্মশালার উদ্বোধন করেন রাজ্যপাল। এই কর্মশালায় সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ৫০০ জন যুবক-যুবতী অংশ নিয়েছে। জেলা ভিত্তিক যুব কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন পূর্ণিমা রায় সহ অন্যান্যরা। যুব কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ জনকে সংবর্ধনা দেয়া হয়।