নবরাত্রির উপোস রাখতে ওবামার এলাহি খাবারে মুখ ফেরালেন মোদী

29576-navaratriwhitehouseওয়াশিংটন ।। হোয়াইট হাউজে পা রেখেছেন নরেন্দ্র মোদী। ভারতীয় প্রধানমন্ত্রীর আপ্যায়নে কোনও ত্রুটি রাখেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু দেশে যে নবরাত্রি! তাই নৈশভোজের এলাহি আয়োজন থাকলেও উপোস ভাঙলেন না মোদী। শুধু গরম জল পান করলেন নমো।
নবরাত্রির ৯ দিনের উপোসের মাঝেই মার্কিন সফরে গিয়েছেন মোদী। ওবামার নৈশভোজের আসরে এ দিন মেনুতে ছিল অ্যাভোকাডো উইথ গোট চিজ অ্যান্ড বেবি বেল পেপারস, ক্রিসপড হ্যালিবাট উইথ জিঞ্জার ক্যারট সস ও ম্যাঙ্গো ক্রেম ব্রুলে। মোদীর জন্য সম্পূর্ণ নিরামিষ খাবারের আয়োজন করলেও ভক্তপ্রাণ নরেন্দ্র উপোস ভেঙে তার কিছুই দাঁতে কাটেননি। মার্কিন ক্যাবিনেটের সদস্যরা মোদীর শুধু গরম জল পানে কিছুটা অপ্রস্তত হয়ে পড়েন। ভাবতে থাকেন হয়তো খাবার পছন্দ হয়নি নমোর। কিন্তু তাঁদের সকলকেই আশ্বস্ত করেছেন মোদী।

মোদী বলেন, নবরাত্রির উপোস শক্তি, ক্ষমতা ও অনুপ্রেরণা দেয় তাঁকে। এ দিন ওবামার সঙ্গে টানা ৯০ মিনিট বৈঠক করেন মোদী।
সৌজন্যে জি নিউজ। 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*