গোপাল সিং, খোয়াই, ০৮ ফেব্রুয়ারী ।। খোয়াই জাম্বুরাস্থিত বিবেকানন্দ ব্যায়ামাগার ক্লাবে রবিবার স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্ত্তির আবরন উন্মোচন করা হয়। আবরন উন্মোচন করেন বিধানসভার মুখ্য সচেতক সমীর দেবসরকার। ছিলেন খোয়াই জিলা পরিষদের সহ-সভাধিপতি বিদ্যুৎ ভট্টাচার্য্য, খোয়াই দশরথ দেব কলেজের অধ্যক্ষা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্ত্তির আবরন উন্মোচন অনুষ্ঠানকে ঘিরে এক স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়। বিনামূল্যে মানুষ স্বাস্থ্য চিকিৎসার সুযোগ গ্রহন করেন। পাশাপাশি এদিন সন্ধ্যায় হয় রাজ্যের বিশিষ্ট্য শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান। সব মিলিয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে রবিবার স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্ত্তির আবরন উন্মোচন করা হয়।