রাজিব সাহা, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী ।। দু’দিন ব্যাপী জেলা স্পোর্টস টুর্নামেন্ট শুরু হল সোমবার থেকে। আগরতলার বাধারঘাটস্থিত দশরথ দেব ষ্টেট স্পোর্টস কমপ্লেক্সে ৮ ফেব্রুয়ারী থেকে শুরু হয় এই স্পোর্টস টুর্নামেন্ট। নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই স্পোর্টস টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়া মন্ত্রী সহিদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সমর চক্রবর্তী, নেহেরু যুব কেন্দ্রের District youth Coordinator D. Rapsabg এবং পশ্চিম ত্রিপুরা সহকারি ডিরেক্টর বিপ্লব দত্ত।