দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ০৮ ফেব্রুয়ারী ।। সময়ের ঘড়ি মেপে প্রকৃতি আপন হিসেবেই পথ পরিক্রমা করে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্তে বদলে নেয় সাজসজ্জা। সেই ছকে সময় হয়েছে ঋতুরাজ বসন্তের আগমনের। চোখ মেলে চারপাশে তাকালেই বোঝা যাচ্ছে শীতের বিদায় লগ্নে প্রকৃতির রুপ পরিবর্তন হচ্ছে। পাশাপাশি কর্ণকুহরে প্রবেশ করছে কোকিলের সুমিষ্ট কুহুধ্বনি যার অর্থ ঋতুরাজ বসন্তের প্রতিধ্বনি।