আন্তর্জাতিক ডেস্ক ।। জার্মানির দক্ষিণপশ্চিমে বিপরীতমুখী দু’টি ট্রেনের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছে এবং আহত হয়েছে দেড় শতাধিক। আহতদের মধ্যে প্রায় অর্ধশত ব্যক্তির অবস্থা গুরুতর।
পুলিশ সূত্রে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার একই রেলপথে এ দুর্ঘটনায় একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। দুর্ঘটনায় কারণ এখনো জানা যায়নি এবং পুলিশের উদ্ধারকাজের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। সকাল পৌনে ৭টার দিকে জার্মানির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ব্যাভারিয়ায় অস্ট্রীয় সীমান্তের কাছে ব্যাড এইবলিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রায় অর্ধশত দল উদ্ধারকাজ পরিচালনা করছে এবং নিকটস্থ হাসপাতালগুলোতে দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের পৌঁছে দিতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। ঘটনাস্থল এলাকাটি ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটি পরিচালনার দায়িত্বে ছিল মেরিডিয়ান। ফরাসি পরিবহণ সংস্থা ট্রান্সডেভের অঙ্গসংগঠন মেরিডিয়ান রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক সিডিসি এবং পানি ও বর্জ্য পরিশোধন সংস্থা ভিওলিয়ার যৌথ অংশীদারিত্বে পরিচালিত হয়। প্রায় ১৯টি দেশের ট্রেন, ট্রাম ও বাস যোগাযোগের দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠানটি। আর রেলপথটির দায়িত্বে ছিল রাষ্ট্রীয় মালিকানাধীন ডয়েচে বান। রেলপথটিতে কোনো ট্রেন লাল সংকেত উপেক্ষা করে চলাচল করলে স্বয়ংক্রিয়ভাবেই ট্রেনটি থেমে যাবে।