ভারতের বিমান অপহরণের ছক কষছে পাক জঙ্গিরা, পাশের সিটে থাকতে পারে NSG কমান্ডো

nsgজাতীয় ডেস্ক ।। এয়ার ইন্ডিয়ার বিমানে কাঠমাণ্ডু যাচ্ছেন? কিংবা দেশের অন্য শহর? পাশের সিটে পেয়ে যেতে পারেন কোনও NSG কমান্ডোকে। কিন্তু, চিনতে পারবেন না। কারণ তিনি থাকবেন সাদা পোশাকে। ফের হাইজ্যাকের সতর্কতা মেলার পর বিশেষ কিছু বিমানে কমান্ডো মোতায়েতের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
ফের ভারতের বিমান অপহরণের ছক কষছে পাক জঙ্গিরা। এই তথ্য হাতে আসতেই সতর্ক করেছেন গোয়েন্দারা। কান্দাহারের পুনরাবৃত্তি ঠেকাতে তৈরিও কেন্দ্রও। সিদ্ধান্ত হয়েছে ফ্লাই মার্শাল নিয়োগের। বিমানে যাত্রী হিসেবে তুলে দেওয়া হবে সাদা পোশাকের কমান্ডোকে। বিমানের ক্যাপ্টেন বা এয়ার ট্রাফিক কন্ট্রোলও তার উপস্থিতির কথা জানবে না। কান্দাহার অপহরণের পর এই ব্যবস্থা চালু হয়েছিল। পরে অবশ্য অনিয়মিত হয়ে পড়ে বিমানে ফ্লাই মার্শাল মোতায়েন। এবার আবার জঙ্গিহানার গোয়েন্দা রিপোর্ট আসার পর ফ্লাই মার্শাল নিয়োগ চালু করতে চলেছে স্বরাষ্ট্রমন্ত্রক। নেপাল সহ কিছু আন্তর্জাতিক বিমানে থাকবেন NSG-র ফ্লাই মার্শাল। অন্তর্দেশীয় কয়েকটি বাছাই বিমানেও ফ্লাই মার্শাল থাকবেন যাত্রী সেজে। কোন কোন বিমানে ফ্লাই মার্শাল থাকবে তা সম্পূর্ণ গোপন রাখা হবে। পাশাপাশি, অসমে সাউথ এশিয়ান গেমসেও কমান্ডো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। ওই প্রতিযোগিতায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*