ডিজেলে লিটারে ১ টাকা ও পেট্রোলে ১.৭৫ টাকা দাম কমতে পারে

A21574336A2729D5525FE088A39A2Eনয়াদিল্লি ।। পুজোয় সুখবর। পাঁচ বছরে প্রথম ডিজেলের দাম কমতে পারে। লিটারপিছু ১ টাকা দাম কমতে পারে ডিজেলের। লিটারে ১ টাকা ৭৫ পয়সা দাম কমতে পারে পেট্রোলের। সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমার জেরেই পেট্রোল, ডিজেলের দাম কমতে পারে।আজ সন্ধেতেই এই মূল্যহ্রাসের ঘোষণা হতে পারে তেল সংস্থাগুলি ও সরকারি সূত্রে খবর।
তেল আমদানির খরচ ও খুচরো মূল্যের ঘাটতি ইতিমধ্যেই মিটে গিয়েছে। গত ১৬ সেপ্টেম্বর থেকে ডিজেলে প্রতি লিটারে প্রায় ৩৫ পয়সা উদ্বৃত্ত থেকেছে যা এখন বেড়ে হয়েছে প্রায় ১ টাকা।
গত ১৬ সেপ্টেম্বর দাম কমানোর জল্পনা চললেও সরকার শেষপর্যন্ত তা করেনি। কিন্তু আদ পাক্ষিক পর্যালোচনার সময় মূল্যহ্রাসের ঘোষণা হতে পারে।
গত বছরের ১৭ জানুয়ারি মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটি ডিজেলের আমদানি মূল্য ও খুচরো দামের ঘাটতি কমাতে প্রতি মাসে ৪০-৫০ পয়সা দাম বাড়ানোর অনুমোদন দিয়েছিল। সূত্রের খবর, তেলমন্ত্রক কিন্তু মনে করছে যে, ওই সিদ্ধান্ত একান্তভাবেই ঘাটতি মেটানোর জন্যই নেওয়া হয়েছিল। তাই উদ্বৃত্ত হলে এক্ষেত্রে দাম কমানোর পথেই হাঁটতে হবে।
তেলমন্ত্রী ধরমেন্দ্র প্রধান সামগ্রিক পরিস্থিতি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন। এমনকি মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মূল্য হ্রাস সম্পর্কে নির্বাচন কমিশনেরও মতামত জানতে চেয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০০৯-এর ২৯ জানুয়ারি ডিজেলের দাম ২ টাকা কমানো হয়েছিল।
সৌজন্যে এবিপি নিউজ। 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*