কৃমি নাশক দিবস উপলক্ষ্যে মিডিয়া ওয়ার্ক শপ

pmtগোপাল সিং, খোয়াই, ০৯ ফেব্রুয়ারী ।। আগামী ১০ই ফেব্রুয়ারী বুধবার জাতীয় কৃমি নাশক দিবস উপলক্ষ্যে ১-১৯ বছর বয়সী সমস্ত ছেলে ও মেয়েদের কৃমি মুক্ত করার পাশাপাশি কৃমির সংক্রমন চক্র নিয়ন্ত্রন বরতে ভারত সরকার গোটা দেশে বিশেষ উদ্যোগ গ্রহন করেছে। জাতীয় স্বাস্থ্য মিশনের উদ্যোগে ঐ দিন সারা দেশেই স্কুল-পড়ুয়া ছাত্র-ছাত্রীর কৃমি নাশক সিরাপ ও ট্যাবলেট খাওয়ানো হবে। সোমবার বিকেলে কৃমি নাশক দিবসকে সফল করার লক্ষ্যে খোয়াইয়ের মুখ্য স্বাস্থ্য আধিকারিক-এর ব্যবস্থাপনায় এক মিডিয়া ওয়ার্ক শপের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চিকিৎসক রনেন্দ্র বর্মন, জেলা স্তরের অফিসার স্বপন কুমার শুক্লদাস, ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার রনময় দে প্রমুখ। ওয়ার্কশপে খোয়াইয়ের কর্মরত মিডিয়া কর্মীরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১০ই ফেব্রুয়ারী সারা দেশেই কৃমি নাশক ওষুধ খাওয়ানো হবে। তবে যারা ১০ই ফেব্রুয়ারী এই ওষুধ গ্রহন করতে পারবেনা তারা ১৫ই ফেব্রুয়ারী পুনরায় এই ওষুধ গ্রহনের সুবিধা পাবে। তবে এই ওষুধের কোন পার্শ্বপ্রতিক্রিয়া না থাকলেও যে সমস্ত শিশু ও ছেলে-মেয়েরা জ্বর, বমির প্রবনতা, পেটব্যাথা ও ডাইরিয়া রোগে আক্রান্ত তাদের এই ওষুধ দেওয়া হবেনা।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*