গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী ।। মঙ্গলবার সন্ধ্যা রাতে পর পর দুটি তৃনমুলের দলীয় কার্য্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা। হামলায় আহত তৃনমুলের জেলা সভাপতি ও পূর্বাঞ্চল সভাপতি। তৃনমুলের জেলা সভাপতি মনোজ দাস জানান তিনি রাতেই খোয়াই থানায় দুস্কৃতিদের নাম-ধাম দিয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের হয়েছে ৪ দুস্কৃতির বিরুদ্ধে। এছাড়া তিনি ঘটনার সবিস্তারে জানাতে গিয়ে বললেন, গত ৭ই ফেব্রুয়ারী পূর্ব গনকী, জাম্বুরা ও মধ্য গনকী এই তিনটি গ্রাম পঞ্চায়েতের এলাকা নিয়ে গঠন করা হয় পূর্বাঞ্চল অঞ্চল কমিটি। কিন্তু মঙ্গলবার দলীয় কার্য্যালয়ে দুস্কৃতিরা ভাঙচুর চালানোর খবর মিলতেই তৃনমুলের জেলা সভাপতি মনোজ দাস এবং পূর্বাঞ্চল সভাপতি সুশান্ত দেবনাথ ছুটে যান। কিন্তু তাদের উপরও আক্রমন করা হয়। ভাঙচুরই শুধু নয় দা দিয়ে অফিসের টিনের বেড়া কেটে দেওয়া হয়। আসবাবপত্র ভেঙে দেওয়া হয়। বাদ যায়নি নেতাজীর ছবি ও ফ্রেমও। ঘটনার খবর পেয়ে ছুটে যান মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সেনগুপ্ত, ওসি নারায়ন চক্রবর্তী সহ বিশাল পুলিশ বাহিনী।