গোপাল সিং, খোয়াই, ১০ ফেব্রুয়ারী ।। গোটা দেশের সাথে রাজ্যেও পালিত হয় জাতীয় কৃমি নাশক দিবস। বুধবার ১০ই ফেব্রুয়ারী খোয়াইতেও পালিত হল জাতীয় কৃমি নাশক দিবস। কৃমির সংক্রমন থেকে মুক্ত হবার কর্মসূচীর অঙ্গ হিসাবে ছাত্র-ছাত্রীরা গ্রহন করছে কৃমি নাশক ট্যাবলেট অ্যালবেনডাজল। রাজ্যের বিভিন্ন বিদ্যালয় সহ অঙ্গনওয়াড়ী কেন্দ্রেও পড়ুয়াদের কৃমির সংক্রমন থেকে মুক্ত করতে কৃমি নাশক ট্যাবলেট প্রদান করা হয়।