দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১০ ফেব্রুয়ারী ।। হাতে গোনা কয়েকদিন বাকী শ্রীপঞ্চমীর সরস্বতী পূজোর। পড়ুয়াদের ব্যস্ততার গতি বাড়ছে। অন্যদিকে মূর্তিপাড়ায় ব্যস্ত মৃৎশিল্পীর ব্যস্ততা চূড়ান্ত পর্যায়ে। দিনের সঙ্গে সঙ্গে বিদ্যার দেবী সরস্বতীর মূর্ত্ত রুপ ফুটিয়ে তুলবেন মৃৎ শিল্পীরা। অদ্ভূৎ যোগসাজশের উদাহরনে শ্রীপঞ্চমীর পূজোর আয়োজনের উপাদান শোভিত দৃশ্যে জিজ্ঞাসু হৃদয়ে প্রশ্নজাগে এতে অলৌকিকতার কোনো রসায়ন নেই তো? আম্রকুঞ্জে গাছে গাছে আম্রমূকুল, পলাশের প্রস্ফুটিত ছবি – অপেক্ষায় শ্রীপঞ্চমী বন্দনার।