নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর ।। গেজ পরিবর্তনের জন্য ১ অক্টোবর থেকে মেগা ব্লক নিয়ে যে পদ্ধতিতে কাজ শেষ করার কথা ঘোষণা করেছে রেল, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে সি পি এম৷ লামডিং থেকে আগরতলা পর্যম্ত একই সময়ে দু’দিক থেকে কাজ শুরু করা অথবা এই সময় রাজ্যের মানুষের স্বার্থে করিমগঞ্জ-আগরতলার মধ্যে একাধিক যাত্রী ট্রেন চালু রাখার ত্রিপুরার মানুষের দাবি পুনর্বিবেচনার দাবিও জানিয়েছে সি পি এম রাজ্য কমিটি৷ ৩৯ মনু উপজাতি সংরক্ষিত বিধানসভা কেন্দ্রে ৬৪.৫৫ শতাংশ ভোট পেয়ে সি পি এম প্রার্থীর জয়, রাজ্যের কলেজগুলিতে এস এফ আই-টি এস ইউয়ের জয়ে এদিনের রাজ্য কমিটির সভায় সম্তোষ প্রকাশ করা হয়৷ অভিনন্দন জানানো হয় সংশ্লিষ্ট জনগণকে৷
১ অক্টোবর থেকে মেগা ব্লক নেওয়া হয়েছে৷ রেল মন্ত্রকের বক্তব্য, দুই পর্যায়ে কাজ করা হবে৷ প্রথম পর্বে শিলচর পর্যম্ত৷ পরে আগরতলা৷ এভাবে কাজ হলে অনেক সময় লেগে যাবে৷ রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ সাংসদ, সবাই আমরা দাবি করেছি একযোগে দু’দিক থেকে কাজ শুরু করার৷ কিন্তু এখনও পর্যম্ত কোনও চিঠির উত্তর দেয়নি কেন্দ্রীয় সরকার৷ যদি একযোগে কাজ চালু করা না যায়, তা হলে বর্তমানে যেভাবে চলছে, করিমগঞ্জ থেকে আগরতলা পর্যম্ত রেল চালু রাখা হোক৷ তাতেও কোনও উত্তর আসেনি৷ ঘোষণা অনুযায়ী কাজ করার ক্ষেত্রে রেল নিয়ে যে রাজ্যের মানুষের অভিজ্ঞতা ভাল নয়, তা তুলে ধরে সংশয় প্রকাশ করেন বিজন ধর৷ ১ অক্টোবর থেকে খাদ্য নিরাপত্তা চালু করার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার৷ কিন্তু এর মধ্যেই কেন্দ্রীয় সরকার চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন, ই-রেশনিং ব্যবস্হা চালু করার পর খাদ্য নিরাপত্তা আইন কার্যকর করা যাবে৷ বিজন ধর বলেন, হঠাৎ করে আসা কেন্দ্রের এই সিদ্ধাম্ত মানা কঠিন৷ রাজ্যের ২০ লাখ মানুষ খাদ্য নিরাপত্তা পাবেন৷ কম করে ৪ লাখ পরিবার৷ রেশনের দোকানের সব কম্পিউটারে যুক্ত করে ই-রেশনিং চালু করে খাদ্য নিরাপত্তা দিতে কত সময় লাগবে, তা নিয়ে সংশয় প্রমাণ করেন তিনি৷ রেগা সঙ্কোচনের নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কেন্দ্রের বি জে পি সরকার অগ্রসর হচ্ছে বলে মনে করছে সি পি এম৷ নিশ্চিত কর্মসংস্হান প্রকল্পের এই আইন তুলে দেওয়ার চেষ্টার বিরুদ্ধে আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে পার্টির রাজ্য কমিটি৷ বাম-বিরোধী শক্তিগুলি ত্রিপুরাকে ভাগ করতে যে নতুন কৌশল গ্রহণ করেছে, সেই খারাপ মতাদর্শের বিরুদ্ধে লড়াই শক্তিশালী করার ডাক দিয়েছে সি পি এম৷ এই ভুল, বন্ধ্যা মতাদর্শের বিরুদ্ধে নিবিড় প্রচার চালিয়ে যেতে সবার প্রতি অনুরোধ জানিয়েছেন বিজন ধর৷ তিনি বলেন, এটা সি পি এমের একার সংগ্রাম নয়৷ অনুপজাতিদেরও একার সংগ্রাম নয়৷ সব অংশের মানুষের সংগ্রাম৷ এ জন্য জনমত তৈরি করতে হবে৷