নাইজেরিয়ায় শরণার্থী শিবিরে আত্মঘাতী হামলায় নিহত ৭০

njআন্তর্জাতিক ডেস্ক ।। নাইজেরিয়ার বোর্নো অঙ্গরাজ্যে একটি শরণার্থী শিবিরে বৃহস্পতিবার সকালে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে। আলজাজিরা জানিয়েছে, দেশটির ইসলামপন্থী জঙ্গিগোষ্ঠী বোকো হারামের আক্রমণে বাড়িঘর ছাড়া বাসিন্দাদের ওই শিবিরে আশ্রয় দেওয়া হয়েছিল। দেশটির সরকার কর্মকর্তারা জানিয়েছেন, দুইজন নারী ওই আত্মঘাতী হামলা চালায়। এতে আরও ৭৮ জন আহত হয়। খবরে বলা হয়েছে, দেশটির বোকো হারামের উৎসভূমি মাইদুগুরি অঙ্গরাজ্য থেকে ৮০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত দিকওয়া শহরের ওই শিবিরে হামলা চালানো হয়। দেশটির স্টেট ম্যানেজমেন্ট এজেন্সির কর্মকর্তা আহমেদ সাতোমি আলজাজিরাকে জানান, বোমা বিস্ফোরণের জন্য ওই দুই নারীর সঙ্গে আসা আরেকজনকে শিবিরের কাছ থেকে গ্রেফতার করা হয়েছে। সাতোমি বলেন, গ্রেফতার হওয়া একমাত্র জীবিত নারী হামলার দায় স্বীকার করেছেন। কিন্তু তিনি নিজের কাছে রাখা বোমা বিস্ফোরণ ঘটাতে অস্বীকৃতি জানান। কারণ তিনি ভেবেছিলেন- তার বাবা-মাও ওই শিবিরে থাকতে পারেন। আনুষ্ঠানিকভাবে এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আলজাজিরার সংবাদদাতা আহমেদ ইদ্রিস জানিয়েছেন, সম্প্রতি দেশটিতে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে বোকো হারামের চালানো হামলার পরিমাণ বেড়ে গেছে। তিনি জানান, কর্মকর্তা আমাদের জানিয়েছেন- আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোকো হারামের সঙ্গে যুদ্ধে লিপ্ত সেনাবাহিনীর সদস্যরা এখনো এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি। কিন্তু অনেকে এ হামলার দায় বোকো হারামের ওপর চাপিয়েছে। জঙ্গি হামলার কারণে বিতারিত হওয়া প্রায় ৫০ হাজার লোক ওই শিবিরে বসবাস করত। দেশটিতে ছয় বছর ধরে চলা জঙ্গি কার্যক্রমে বেশ কয়েক হাজার লোক নিহত হয়েছে। বাস্তুহারা হয়েছে প্রায় ২৫ লাখ মানুষ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*