তৃনমুল কংগ্রেসের পার্টি অফিস ভাঙচুর ও মারধরের খোঁজ নিতে খোয়াইতে বিরোধী দলনেতা সুদীপ রায় বর্মন

tmcগোপাল সিং, খোয়াই, ১১ ফেব্রুয়ারী ।। আগামী দিনে বামফ্রন্টকে রুখতে বাম-বিরোধী দলগুলির মহাজোট গঠনের দিকেই ইঙ্গিত দিলেন বিরোধী দলনতা সুদীপ রায় বর্মন। বৃহস্পতিবার খোয়াইতে তৃনমুল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর ও তৃনমুল নেতৃত্বদের মারধরের ঘটনার খোঁজ-খবর নিতে খোয়াই এসেছিলেন সুদীপ বাবু। সঙ্গে ছিলেন পিসিসি সাধারন সম্পাদক দীপক কুমার মজুমদার সহ অন্যান্য কং-নেতৃত্বরা। তৃনমুল কংগ্রেসের জেলা সভাপতি মনোজ দাসের অনুরোধেই সুদীপ রায় বর্মন দলবল নিয়ে খোয়াইতে আসেন। এমনটাই জানালেন তিনি। উল্লেখ্য গত ৭ই ফেব্রুয়ারী পূর্ব গনকী, জাম্বুরা ও মধ্য গনকী এই তিনটি গ্রাম পঞ্চায়েতের এলাকা নিয়ে গঠন করা হয় পূর্বাঞ্চল অঞ্চল কমিটি। কিন্তু মঙ্গলবার সন্ধ্যা রাতে পর পর দুটি তৃনমুলের দলীয় কার্য্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা। হামলায় আহত তৃনমুলের জেলা সভাপতি ও পূর্বাঞ্চল সভাপতি। তৃনমুলের জেলা সভাপতি মনোজ দাস জানান তিনি রাতেই খোয়াই থানায় দুস্কৃতিদের নাম-ধাম দিয়ে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ দায়ের হয়েছে ৪ দুস্কৃতির বিরুদ্ধে। এখনও পর্যন্ত কাউকেই গ্রেফতারের কোন খবর নেই। বরং মামলা হয়েছে তৃনমুল নেতাদের বিরুদ্ধেই। সুদীপ রায় বর্মনের মতে বিষয়টিকে মিমাংসার পথে নিয়ে যেতেই এই পরিকল্পনা করা হয়েছে। তিনি আরও কি বললেন, দেখবো মিডিয়ার সাথে সাক্ষাতকারের কিছু অংশ।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*