দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১১ ফেব্রুয়ারী ।। বিদ্যার দেবী সরসবতী পূজোর ব্যস্ততার দৃশ্য চারিদিকে। স্কুল, কলেজ সহ সংবাদপত্র প্রতিষ্ঠান, বাড়ীঘরে সর্বত্র শ্রী পঞ্চমীতে বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে। শহরের নানা জায়গায় সরস্বতীর মূর্তি নিয়ে হাজির হয়েছেন মৃৎশিল্পীর। মূল্যবৃদ্ধির ছ্যাঁকা বিদ্যাদেবীও অনুভব করছেন – ১৫০ থেকে শুরু হয়ে ৪০০টাকা, কাঠামের সরস্বতীর মূল্য অনেকটাই বেশী। বটতলার মূর্তি বিক্রেতার সঙ্গে কথা বলেছেন “নিউজ আপডেট অব ত্রিপুরা ডট কম”-র প্রতিনিধি। জানা গেছে, রং, মাটি, বাঁশ, খড় সবকিছুর মূল্যই উর্ধমুখী। দাম বাড়লেও বাণী বন্দনার আয়োজনে খামতি নেই। দরকষাকষি করে কেউ পদব্রজে কেউ রিক্সায় সরস্বতী নিয়ে গৃহমুখী দেখা গেছে সর্বত্র। তবে দল বেঁধে স্কুল, কলেজের পড়ুয়ারা সঙ্গে হালের হিন্দী গান বাজিয়ে রীতিমতো আনন্দ উৎসাহের সঙ্গে পথ পাড়ি দেয়ার ছবিতে অনেকেই ভুগেছেন স্মৃতি মেদুরতায় স্কুল জীবনে হারিয়ে যাওয়া দিনের কথা ভেবে।