দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১২ ফেব্রুয়ারী ।। শিক্ষার্থীদের কাছে দেবী সরস্বতীর কদর চিরকাল একটু বেশী, কারন পড়ুয়াদের পাশ ফেলে ধারানা করা হয় মূল চাবি বাগদেবীর হাতে। মাঘ মাসের শুক্লা পঞ্চমীতে দেবী সরস্বতীর আরাধনায় গোটা রাজ্য উৎসব মুখর। শুচি শুদ্ধাতায় গৃহস্থের ঘর থেকে স্কুল, কলেজ বিভিন্ন প্রতিস্থানে সাড়ম্বরে পালিত হচ্ছে সরস্বতী পুজো। পুরোহিতের মন্ত্রোচারনে পুষ্প অঞ্জলিতে বন্দনা একটাই – শিক্ষার পরশে জীবন আলোকিত হোক।