আন্তর্জাতিক ডেস্ক ।। সৌদি আরবে ধূমপান ও অন্যান্য মাদকগ্রহণ শাস্তিযোগ্য অপরাধ। এ ব্যাপারে সামাজিক, ধর্মীয় ও আইনগত কঠোর বিধি-নিষেধ রয়েছে দেশটিতে। কিন্তু এরপরও সৌদিতে বাড়ছে মাদকাসক্তের সংখ্যা। সৌদি আরবের জাতীয় যুব গবেষণা কেন্দ্র থেকে পাঠানো এক সমীক্ষায় দেখা গেছে, ৩০ শতাংশ স্কুলছাত্র ও ২৩ শতাংশ ছাত্রী মাদকাসক্ত। গবেষণা সমীক্ষায় দেখা গেছে, সৌদি আরবের যাজান, এর আশপাশের এলাকা, উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকা ও মক্কায় কম বয়সি শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তের সংখ্যা বেড়েছে। সৌদি আরবের জাতীয় যুবক গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে সৌদির আল-মদিনা সংবাদপত্র গবেষণাটি পরিচালনা করে। জরিপের তথ্য মতে, দেশটির বিভিন্ন স্কুলের ছাত্র, শিক্ষক ও স্কুলের পরিচালকদের মধ্যে মাদকগ্রহণের হার আগের চেয়ে বেড়েছে।
বয়ঃসন্ধিকালে থাকা শিক্ষার্থীদের রক্ষায় পরিবার ও সম্প্রদায় থেকে সমন্বিত প্রচেষ্টা গ্রহণ প্রয়োজন বলে সমীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়। বন্ধুদের দ্বারা যে কেউ মাদকগ্রহণে উদ্বুদ্ধ হতে পারে বলেও গবেষণায় বলা হয়। মাদকের ভয়াবহ পরিণতি থেকে যুবকদের রক্ষা করার জন্য সচেতনতামূলক কর্মসূচি বাড়ানোর দাবি করেছেন একজন শিক্ষক রাহিম আল-কুরাশমি। ইতোমধ্যে মাদকের ভয়াবহতার কবল থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে একটি কর্মসূচি গ্রহণ করেছেন দেশটির মাদক প্রতিরোধবিষয়ক অধিদপ্তরের পরিচালক মেজর নাসের বিন ইউসুফ আল-জাহরিন। বিভিন্ন মাধ্যম ব্যবহার করে শিক্ষার্থীদের মধ্যে পরোক্ষ ও প্রত্যক্ষভাবে সচেতনতামূলক বার্তা পাঠাচ্ছেন তিনি। কিন্তু এ কর্মসূচির ফলটা কী হয় সেটা বুঝতে হলে আরেকটি সমীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের।