কলম্বিয়ায় জিকায় আক্রান্ত ৫ হাজার অন্তঃসত্ত্বা

rtআন্তর্জাতিক ডেস্ক ।। কলম্বিয়ায় পাঁচ হাজারেরও বেশি অন্তঃসত্ত্বা নারীর দেহে জিকা ভাইরাস সংক্রমিত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় স্বাস্থ্য সংস্থা। মশাবাহিত ভাইরাসটি অত্যন্ত দ্রুততার সঙ্গে আমেরিকাজুড়ে ছড়িয়ে পড়ছে অব্যাহতভাবে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কলম্বিয়ায় এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৩১ হাজার ৫৫৫ জন। মহামারী রোগ বিষয়ক এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, এদের মধ্যে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা পাঁচ হাজার ১৩ জন। এই ভাইরাসের কারণে শিশুরা অপরিণত মস্তিষ্ক নিয়ে জন্মগ্রহণ করে, যা পরে শারীরিক ও মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। এই অবস্থা ‘মাইক্রোসিফ্যালি’ হিসেবে চিকিৎসাবিজ্ঞানে পরিচিত। এ ভাইরাসের কোনো প্রতিষেধক বা চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি। এমনকি মাইক্রোসিফ্যালির প্রকৃত কারণ এই ভাইরাসই কিনা, সে বিষয়েও এখনো পুরোপুরি নিশ্চিত নন চিকিৎসাবিজ্ঞানীরা। জিকার সংক্রমণ ও প্রায় সাড়ে চার হাজার মাইক্রোসিফ্যালিক শিশুর মস্তিষ্কে বিকাশ না ঘটার পেছনে সত্যিই কোনো সম্পর্ক রয়েছে কিনা, বিষয়টি নিয়ে ব্রাজিলে অনুসন্ধান চলছে। জিকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*