নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী ।। বাঙালির সরস্বতী পুজো কি শুধুই বাগ্ দেবীর আরাধনা? বসন্ত পঞ্চমীর সকাল মানেই তো প্রথম ভালবাসার কথা মুখ ফুটে বলার দিন। এবছর আবার দু দিন সরস্বতী পুজো। ফলে শুক্র, শনি দু দিনই চুটিয়ে প্রেম করছে বাঙালি, সাথে রবিবার আবার ভ্যালেন্টাইন্স ডে। সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে, তার পরের দিনই (১৪ ফেব্রুয়ারী) ভ্যালেন্টাইন্স ডে সুতরাং কৈশোরে আরেকটু রঙিন হওয়ার দিন। মুখ ফুটে ভালবাসার কথা বলার দিন। দু দিন ধরে পুজো সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে। ফলে লাভ আজকাল তো বটে, লাভ কাল কালও। জোরা ভ্যালেন্টাইন্স ডে পেয়ে খুশি, প্রথম শাড়ি পড়া কিশোরীটি থেকে – সদ্য কলেজে ওঠা ছাত্র সকলে।