নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারী ।। সোমবার বামুটিয়া ব্লকের নূতননগর গ্রাম পঞ্চায়েতে রাজীব গান্ধী সেবা কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন হয়। মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে রাজীব গান্ধী সেবা কেন্দ্রের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করেন ত্রিপুরা বিধানসভার উপাধক্ষ্য পবিত্র কর। নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন অনুষ্ঠানে বিধানসভার উপাধক্ষ্য পবিত্র কর ছাড়াও উপস্থিত ছিলেন নতুননগর পঞ্চায়েতের চেয়ারম্যান খোকন দেবনাথ, পঞ্চায়েত প্রধান পায়েল সরকার, ভারপ্রাপ্ত সচিব প্রনব সাহা সহ অন্যান্যরা।