গোপাল সিং, খোয়াই, ১৬ ফেব্রুয়ারী ।। উপজাতি যুব সমিতির পেট থেকে বেড়িয়েছে আইপিএফটি। এরা হিংস্র ও ভয়ানক। এরাই ছিল সন্ত্রাসবাদীদের মুখোশ। ২০০০ সালে বন্দুকের নলের মুখে এই আইপিএফটি-ই এডিসি দখল করে সারা রাজ্যের উপজাতি অঞ্চলগুলো তছনছ করে দিয়েছিল। তাদের হাতে ভিলেজ কাউন্সিলের ক্ষমতা তুলে দিয়ে দ্বিতীয়বার আর ভুল করবেন না। সোমবার খোয়াইয়ের পদ্মবিলে বাইজাল বাড়ী স্কুল মাঠে নির্বাচনী জনসভা থেকে এভাবেই আইপিএফটি’র মুখোশ খুলে দিয়ে বাম প্রার্থীদের অধিক ভোটে জয় যুক্ত করার আহ্বান সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য ও মুখ্যমন্ত্রী মানিক সরকারের। তিনি বলেন যেখানে ভোট হবে সেখানেই বামফ্রন্টকে ভোট দিয়ে জয়ী করুন। ১৯৭৮-এর পর থেকে ত্রিপুরাকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া বামফ্রন্ট সরকারের অধিক উন্নয়নের বার্তা ছড়িয়ে দিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য ড. রঞ্জিত দেববর্মা, পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্য বাম নেতৃত্বরা।