গোপাল সিং, খোয়াই, ১৬ ফেব্রুয়ারী ।। ‘শিক্ষা-সংষ্কৃতি সংগঠন / চেতনায় নাটক নাটক দর্পন’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখেই এসএফআই খোয়াই বিভাগীয় কমিটি আয়োজিত দ্বাদশ বর্ষ আন্ত: বিদ্যালয় নাটক প্রতিযোগিতার সূচনা হল সোমবার। এদিন সন্ধ্যায় খোয়াই টাউন হলে আয়োজিত নাটক প্রতিযোগিতার সূচনা করেন পুর চেয়ারপার্সন শুক্লা সেনগুপ্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক নবারুন দেব, রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস, প্রাক্তন ছাত্র নেতা বিদ্যুৎ ভট্টাচার্য্য, পলাশ ভৌমিক, এসএফআই খোয়াই বিভাগীয় সভাপতি জিতেন সিনহা সহ অন্যান্যরা। উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে খোয়াই দ্বাদশ শ্রেনী বিদ্যালয়ের নাটক দিয়েই শুরু হয় দ্বাদশ বর্ষ আন্ত: বিদ্যালয় নাটক প্রতিযোগিতা।