আন্তর্জাতিক ডেস্ক ।। ইয়েমেনে প্রেসিডেন্ট আব্দ্রাব্বু মনসুর হাদি সরকার পরিচালিত একটি সেনাশিবিরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০ সেনাসদস্য নিহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে বুধবার এ হামলায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন সেনাসদস্য। বুরাইকা জেলার আব্বাস সেনাশিবিরের প্রবেশপথে এ হামলার ঘটনা ঘটে। হাদি সরকার গঠিত একটি নতুন সেনাবাহিনী ও অতিরিক্ত সৈনিক সংস্থানের জন্য সম্প্রতি সেনাশিবিরটি নির্মাণ করা হয়েছিল। সংশ্লিষ্ট প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলার দায় তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ স্বীকার করেনি। গৃহযুদ্ধে জর্জরিত ইয়েমেনের দ্বিতীয় বৃহৎ নগরীটি ইরান সমর্থিত শিয়া হুথি বিদ্রোহীদের দখল থেকে গত জুলাই মাসে পুনরুদ্ধার করে সৌদি জোট। তারপর থেকেই শহরটিতে বোমা হামলার ঘটনা ঘটছে অব্যাহতভাবে। জানা গেছে, ইয়েমেনী সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য নাম নিবন্ধনের উদ্দেশ্যে কয়েকশ’ লোক ঘটনার সময় প্রবেশপথটিতে অপেক্ষা করছিলেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং এলাকাটি ঘিরে ফেলে প্রবেশ সীমিত করে দেওয়া হয়েছে।
