নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ফেব্রুয়ারী ।। সেলিব্রিটি ক্রিকেট ম্যাচে জয় ছিনিয়ে নিল রূপসী বিনোদন। বুধবার আগরতলা এম বি বি স্টেডিয়ামে টি-২০ সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় বেঙ্গল টাইগার্স ও রূপসী বিনোদনের মধ্যে। রূপসী বিনোদন ১৫৪-এর টার্গেট দিয়েছিল বেঙ্গল টাইগার্সদের। বেঙ্গল টাইগার্স ১৮ ওভারেই ১১৫ রান করে অল আউট হয়ে যায়। ম্যাচের ট্রফি তুলে দিতে মাঠে উপস্থিত ছিলেন বিধানসভার উপদক্ষ্য পবিত্র কর, এম এল প্লাজার কর্ণধার রতন সাহা সহ অন্যান্যরা। সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ খেলতে এম বি বি স্টেডিয়ামে চিত্রতারকাদের মধ্যে উপস্থিত ছিল যীশু, বিনাযক, ইন্দ্রাশিস, ইউসুফ সহ আরো অনেকে। বেঙ্গল টাইগার্সের দলনায়ক যীশু সেনগুপ্ত ও আবির চ্যাটার্জী এবং রূপসী বিনোদনের দলনায়ক শতদীপ সাহা সহ চিত্রতারকা কাঞ্চন ও পরিচালক রাজ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। সেলিব্রিটি ক্রিকেট ম্যাচ নিয়ে এম বি বি স্টেডিয়ামে ক্রীড়ামোদীদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।