পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু যুবকের

accedentনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ।। ঘটা করে সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হলেও পথ দুর্ঘটনা একেবারেই রোধ করতে পারছেনা প্রশাসন। দিনের পর দিন পথ দুর্ঘটনা বেড়েই চলেছে। বেপরোয়া যান চলাচলের কারনে প্রায় দিনই ঘটে চলেছে পথ দুর্ঘটনা। জানুয়ারী মাস থেকে এখন পর্যন্ত ৪৩ জন প্রান হারিয়েছে এবং ১৫৭ জন আহত হয়েছে মর্মান্তিক পথ দুর্ঘটনায়। বুধবার শ্বশুরবাড়িতে যাওয়ার পথে বিশালগড়-বক্সনগর সড়কের কে কে নগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। জানাযায়, বালি ভর্তি লরির সাথে মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রান হারায় বাইকচালক সুশান্ত দেবনাথ (২৩)। পুলিশ TR 8504 নম্বরের মোটর বাইক এবং TR01 A 1594 নম্বরের লরিটিকে আটক করে। যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*