দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৮ ফেব্রুয়ারী ।। দিল্লীর JNU-র ঘটনা ও তার পরবর্তীতে দেশের বিভিন্নস্থানে CPI(M) কার্যালয়ে ভাঙচুর আক্রমনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বামদলগুলো। বিজেপি’র অঙ্গ সংগঠন RSS-র মদতে এই আক্রমন হচ্ছে বলে অভিযোগ করেছে CPI(M) পলিটব্যূরো। দিল্লী, পন্ডিচেরী, হিমাচল প্রদেশে CPI(M) কার্যালয়ে আক্রমনের বিরুদ্ধে বৃহস্পতিবার মেলারমাঠস্থিত ছাত্র যুব ভবনের সামনে থেকে CPI(M)-র ছাত্র যুব সংগঠনের আহুত বিক্ষোভ মিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। CPI(M) ছাত্র যুব সংগঠনের এই বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শকুন্তলা মার্কেটের সামনে গিয়ে জমায়েত হয়। মিছিলে CPI(M) ছাত্র যুব সংগঠনের নেতা, কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।