আন্তর্জাতিক ডেস্ক ।। ইউক্রেনে চলতি শীতে ইনফ্লুয়েঞ্জা মহামারীতে অন্তত ৩১৩জনের মৃত্যু হয়েছে বলে বৃহস্পতিবার জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মূলত এইচ১এন১ ফ্লু ভাইরাস বা সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েই অধিকাংশের মৃত্যু হয়েছে বলে জানানো হলেও মৃতদের সঠিক সংখ্যা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। গোটা ইউক্রেনেই সোয়াইন ফ্লু’র বিস্তার ঘটলেও মূলত দক্ষিণের ওডেসা অঞ্চল ও দেশটির রাজধানী নগরী কিয়েভে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে বলে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে। মৃতদের কেউই আগে প্রতিষেধক নেননি এবং তাদের দুই-তৃতীয়াংশই অনেক দেরিতে চিকিৎসা নিয়েছিলেন বলেও জানানো হয়েছে।
প্রসঙ্গত, গত মাসে ইউক্রেনে ইনফ্লুয়েঞ্জা মহামারীর বিষয়ে জরুরি অবস্থা জারি করা হয়েছিল। সে সময় এতে আক্রান্ত ছিল দেশটির মোট জনগোষ্ঠীর ৯.৬ শতাংশ। ভাইরাস সংক্রমণ প্রতিহত করতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছিল প্রশাসন।