জাতীয় ডেস্ক ।। আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাচ্ছে পরমাণু সুরক্ষা সংক্রান্ত সম্মেলন। আর এই সম্মেলনে যোগ দিতে ওয়াশিংটনে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। আর সেখানেই তাদের মধ্যে বৈঠক হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ৩১ মার্চ ও ১ এপ্রিল আয়োজিত ওই সম্মলেনে যোগ দেওয়ার জন্য মোদি ও শরিফ উভয়কেই আমন্ত্রণ জানিয়েছেন। সূত্রের খবর, আমন্ত্রণ গ্রহণ করেছেন দুজনেই। পাকিস্তানি বিদেশ মন্ত্রকের আধিকারিক সংবাদসংস্থাকে জানিয়েছেন, মোদি, শরিফের সাক্ষাতের জোরদার সম্ভাবনা রয়েছে। তিনি আরও বলেন, ভারত-পাক সম্পর্ক নিয়ে ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, সব কিছুই অনিশ্চিত। যতক্ষণ না কিছু ঘটছে, ততক্ষণ কিছুই নিশ্চিত করে বলা যায় না। যদিও এই বৈঠক নিয়ে কিছুই ঘোষণা করা করেননি পাক আধিকারিকরা। উল্লেখ্য, গত বছর ২৫ ডিসেম্বর হঠাতই আফগানিস্তান থেকে ফেরার পথে পাকিস্তানে ঝটিকা সফর করেছিলেন নরেন্দ্র মোদি। আচমকা শরিফের বাসভবনে গিয়ে উপস্থিত হন তিনি। সেদিন শরিফের নাতনির বিয়ের অনুষ্ঠান ছিল।