দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ১৯ ফেব্রুয়ারী ।। উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘ সংলগ্ন জনৈক বিশ্বজিৎ দত্তের গাড়ী এবং পল্টু দত্তের মুদী দোকান বিধ্বংশী অগ্নিকান্ডে ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার রাত প্রায় ১টা নাগাদ উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘ এলাকার জনৈক ব্যক্তি প্রাকৃতিক কাজ সারতে ঘর থেকে বেরিয়ে দেখতে পান আগুনের লেলিহান শিখা। ভদ্রলোকের চীৎকারে ঘুম ভাঙ্গে এলাকার মানুষের। খবর দেয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে – এলাকাবাসী এবং অগ্নি নির্বাপক দপ্তরের প্রচেষ্টায় আগুন নেভানো হয়। ঘনবসতিপূর্ণ এলাকা অল্পেতে রক্ষা পেয়েছে। রাতের বেলায় উত্তর বাধারঘাটস্থিত উন্নয়ন সংঘ সংলগ্ন অঞ্চলে অগ্নিকান্ডে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উন্নয়ন সংঘ এলাকার এই অগ্নিকান্ডের পেছনে নাশকতার সন্দেহ করা হয়েছে ক্ষতিগ্রস্থদের তরফে।