অতঃপর বন্ধ হয়ে গেল ২৫১টাকার স্মার্টফোন

fdmতথ্য, বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক ।। মাত্র ২৫১ টাকায় Android স্মার্টফোন Freedom 251 লঞ্চ করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে Ringing Bells. গত বুধবার ফোন লঞ্চ হতেই সবার মুখে মুখে ফিরছে সংস্থার নাম। বৃহস্পতিবার ফোনের বুকিং শুরু হতেই হুমড়ি খেয়ে পড়ে গোটা দেশ। চাপের চোটে সাময়িকভাবে বন্ধ রাখতে হয় ফোনের বিক্রি। পরে ফের চালু হলেও শনিবার এদফায় পাকাপাকিভাবে ফোনের বিক্রি বন্ধ করে দিল সংস্থা। Freedom 251 কেনা ‌যাচ্ছিল শুধু ফোনের ওয়েবসাইট www.freedom251.com থেকেই। ফলে গত বৃহস্পতিবার ফোনের বিক্রি শুরু হতেই একসঙ্গে তাতে লগ ইন করার চেষ্টা করেন লক্ষ লক্ষ মানুষ। ‌ফোন লঞ্চের সময় Ringing Bells-এর তরফে জানানো হয়েছিল ১৮ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি, রবিবার রাত ৮টা প‌র্যন্ত বুক করা ‌যাবে অনেক আগেই শনিবার বেলা ১২টা নাগাদ ট্যুইট করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এদফায় বন্ধ করে দেওয়া হল ফোনের বিক্রি। ট্যুইটে সংস্থাটি জানিয়েছে, ক্রেতাদের আগ্রহে আমরা আপ্লুত। প্রতি সেকেন্ডে ৬ লক্ষ ক্লিক হয়েছে আমাদের সাইটে। ‌যা আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। তাই আমরা প্রথম দফার বুকিং বন্ধ করলাম। সবার কাছে ফোন পৌঁছে দিতে পারলে আরও ভাল লাগত। আশাকরি ভবিষ্যতে আমরা সেই প্রত্যাশা পূরণ করতে পারব।
ওদিকে শুক্রবারই আয়কর অধিদপ্ত হানা দিয়েছে Ringing Bells-এর নয়েডার দফতরে। তার পর দিনই তড়িঘড়ি বুকিং বন্ধে শুরু হয়েছে বিবিধ জল্পনা। তবে কি আয়কর দফতরের প্রশ্নের জবাব দিতে না-পারায় বন্ধ করা হয়েছে Freedom 251 বিক্রি?

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*