দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২০ ফেব্রুয়ারী ।। উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিষেবায় নতুন অধ্যায় যুক্ত হয়েছে। শিলচরকে কেন্দ্র করেই মূলত নতুন রেল সংযোগের শুভ সূচনা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। ত্রিপুরায় দীর্ঘ দিনের স্বপ্ন ব্রডগেজ বাস্তবতার শেষ লগ্নে পৌঁছে গেছে। পরীক্ষার পর্ব ধাপে ধাপে উত্তীর্ণ হচ্ছে। শনিবার, ৪২টি ওয়াগনে FCI-র পণ্যসামগ্রী নিয়ে পণ্যবাহী ট্রেন শিলচর থেকে জীরানীয়া পর্যন্ত যাত্রায় মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা সৃষ্টি করেছে। একই দিনে শিলচর থেকে দিল্লী এবং শিলচর থেকে মনিপুরের জিরিবামে রেল যাত্রারও শুভ সূচনা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রেল পরিষেবায় নতুন অধ্যায়ের সূচনালগ্নের সাক্ষী থাকতে শিলচরে উচ্ছাসের জোয়ারে অবগাহন করেছেন প্রচুর মানুষ।