আন্তর্জাতিক ডেস্ক ।। পাকিস্তানের সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে একটি জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়েছে। ২০০৭ সালে সামরিক দমননীতির অংশ হিসেবে লাল মসজিদের ধর্মীয় নেতা আব্দুল রশিদ গাজী হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে শনিবার পরোয়ানাটি জারি করা হয়। রাজধানী ইসলামাবাদের একটি স্থানীয় আদালত আগামী ১৬ মার্চের আগে মোশাররফকে আদালতে উপস্থিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে নির্দেশ দিয়ে এ আদেশ জারি করে। এছাড়া এ মামলায় আদালতে উপস্থিতি ও পরোয়ানা জারি থেকে স্থায়ী অব্যাহতি চেয়ে মোশাররফের আবেদনও প্রত্যাখ্যান করেছে আদালত। আদালতের এ রায়কে চ্যালেঞ্জ করা হবে বলে তার আইনজীবিদের সূত্রে জানিয়েছে জিও নিউজ।
বর্তমানে ৭২ বছর বয়স্ক এই সাবেক শাসক বিগত ৫৫টি শুনানির একটিতেও আদালতে উপস্থিত হননি। এটি এই মামলায় তার বিরুদ্ধে চতুর্থ জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে মোশাররফের বিরুদ্ধে।