জাতীয় ডেস্ক ।। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ সুবিধার দাবিতে ভারতের জাট সম্প্রদায়ের বিক্ষোভ রোববার সাত দিনের মতো চলছে। এ আন্দোলনের কারণে হরিয়ানা প্রদেশের বেশি কিছু অঞ্চলে সান্ধ্য আইন বলবৎ রয়েছে। পাশাপাশি রাজ্যজুড়ে সহিংসতায় মোট নয়জন নিহত হয়েছেন। হরিয়ানার প্রাণকেন্দ্র গুড়গঞ্জে সান্ধ্য আইন ও সেনা মোতায়েন থাকা সত্ত্বেও শনিবার সহিংসতা ছড়িয়ে পড়লে আটজন নিহত হয়। এর আগে শুক্রবার সকালে একজন মারা যায়। এ পর্যন্ত ৮০ জনের বেশি লোককে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, রোথাক, ভিয়ানি, ঝাজজার, জিন্দ, হিসার, হানসি, সোনিপাত ও ঘোহানা শহরে সান্ধ্য আইন জারি রয়েছে। শনিবার রাতে ভিয়ানি শহরে ব্যাংকের বুথে ও কয়েকটি সরকারি অফিসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
এদিকে বিক্ষোভ বন্ধ করে সরকারের সঙ্গে আলোচনায় বসতে বিক্ষোভকারীদের একটি কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাত্তার। তবে বিক্ষোভ বজায় রেখে কোনো আলোচনা হতে পারে না বলেও স্মরণ করে দেন তিনি। সরকার তাদের দাবি মেনে নিয়েছে উল্লেখ করে বিক্ষোভকারীদের শান্ত হয়ে বাড়ি ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন মুখমন্ত্রী। তবে সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ সুবিধা সংক্রান্ত অধ্যাদেশ জারি না করা পর্যন্ত তারা তাদের আন্দোলন থামাবে না বলে ঘোষণা দিয়েছেন জাট নেতারা।