নবপত্রিকা স্নান দিয়ে শুরু হল মহাসপ্তমী পুজো

Untitled-3দেবজিত চক্রবর্তী, আগরতলা, ০১ অক্টোবর ।। জীবন যুদ্ধের দিনলিপিতে অসুরনাশিনী দেবী দূর্গার আগমন অজান্তেই নিয়ে আসে ক্ষনিকের আনন্দ পরশ। চিন্ময়ী মায়ের আশীর্বাদে সবদিকেই চিদানন্দের আনন্দ মুখর পরিবেশে তিথি নক্ষত্র মতে মহাসপ্তমীতে হয়েছে দশভূজার পূজার্চনা – ঢাকের শব্দে পুরোহিতের মন্ত্রোচ্চারনে।
উত্সব ক্রমশ এগিয়ে চলেছে মধ্যগগণের দিকে। নবপত্রিকা স্নান দিয়ে শুরু হল আজকের পুজোর উপাচার। ষষ্ঠীর দিনই কার্যত জনজোয়ারে ভেসেছে আগরতলা। Untitled-8সন্ধ্যা থেকেই মণ্ডপে মণ্ডপে শুরু হয়ে যায় প্রতিমা দর্শনের পালা। শহরের বিভিন্ন পুজো মণ্ডপের বাইরে মণ্ডপ দেখার লাইনও পড়ে যায়। ষতিথি অনুসারে সপ্তমী পূজোর সময় ছিল ১০টা ১৯ মিনিট পর্যন্ত দিবাভাগে। দর্শনার্থীরা সিডিউল মেনে বেরিয়ে পড়েছেন দূর্গা ঠাকুর দেখতে। Untitled 

FacebookTwitterGoogle+Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*