নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ফেব্রুয়ারী ।। সাম্প্রতিক অতীতের ত্রিপুরায় যে কোনো নির্বাচনের ফলাফল অনুসারে যদি হিসেব হয় তবে ভিলেজ কমিটির নির্বাচনের ক্ষমতা কার দখলে যাচ্ছে সেই হিসেব ভোটার মাত্রই করতে পারবেন। তবে গনরায় বলে কথা –শেষ না দেখে আগাম মন্তব্যে নারাজ পোড় খাওয়া ভোট বিশেষজ্ঞরা। TTAADC-র গুরুত্বপূর্ণ ভিলেজ কমিটির ভোটের প্রচারে সাংগঠনিক শক্তিতে বামফ্রন্ট দাপটের মধ্যেই অন্যান্য দলগুলো সাধ্যমত চেষ্টা চালিয়েছে। কংগ্রেস, IPFT-র সঙ্গে বিজেপি’ও জানান দিয়েছে ময়দানে আমরাও আছি। সাংবিধানিক নিয়মেই সোমবার ভিলেজ কমিটির ভোটের সশব্দ প্রচারের অবসান হয়েছে প্রার্থীদের অন্যরকম টেনশান পর্ব শুরু হলো বলাই বাহুল্য। সব দলের কথাই শুনেছেন ADC, ২৪শে ফেব্রুয়ারী কি শুনলেন তাঁর পরীক্ষা।