গোপাল সিং, খোয়াই, ২৩ ফেব্রুয়ারী ।। ঋতুর পরিবর্তন প্রকৃতির নিয়ম। এক একটি ঋতু আসে আবার চলেও যায়। শীতের বিদায় বেলায় প্রকৃতিতে প্রবেশ করেছে ঋতুরাজ বসন্ত। চারদিকে ফুল আর নতুন পাতায় প্রকৃতি যখন ব্যস্ত ঠিক তখনই খোয়াইয়ের বিভিন্ন অঞ্চলজুড়েই আম্রকাননে প্রতিটি আম গাছেই ব্যাপকহারে মুকুল আসতে শুরু করেছে। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে বাতাস। মুকুলের ফুটন্ত ডালপালা উঁকি মেরে বের হতে শুরু করেছে। সমগ্র খোয়াই জেলায় এবছর চারদিকে দৃষ্টিনন্দনে এই দৃশ্য সবারই নজর কাড়ছে। দেখা যাচ্ছে আম গাছে আমের মুকুলে নুব্জে পড়ছে ডালগুলো। পাতা লুকিয়ে পড়েছে মুকুলের আড়ালে। বিগত কয়েক বছরে খোয়াইয়ের মানুষ ব্যাপক পরিমানে আম গাছে মুকুল দেখেননি বলেই চলে। সবারই প্রত্যাশা তাই বাড়ছে। বাড়ছে নিজের অঞ্চলেরই সুস্বাদু রসে ভরপুর আম খাওয়ার চাহিদা।
মনে পড়ে সেই ছোটবেলার কথা। সামান্য হাওয়ার দোলা খেয়ে আম গাছ থেকে টপকে পড়া আম কুড়িয়ে রসালো ফলের স্বাদ, তৃপ্তির সঙ্গে খাওয়া, সবাই মিলে-মিশে একসাথে আম খাওয়ার প্রতিযোগিতা। তবে আম পাঁকার সময় আসার আগে থেকেই প্রতিযোগিতা চলত। কারন কাঁচা আম দেখলেই জিভে জল এসে যায়। কিন্তু দিন পাল্টেছে। এখন আম গাছের নীচে আম কুড়ানোর পালা আর দেখা যায় না। নেই প্রতিযোগিতা। কে কার থেকে বেশী আম কুড়াবে। হ্যাঁ, প্রতিযোগিতা রয়েছে, কে কতটা ছবি সোশাল মিডিয়ায় পোষ্ট করতে পারবে। কার আগে, কে কে কতটা !
সে যাইহোক, এবছর আমের মুকুল দেখে অনেকেরই মনে আশা জাগছে। ব্যবসায়ীরা ভাবছেন আমদানী ভাল হলে, ব্যবসা ভাল হবে। কিছু আয় বেশী হবে। ক্রেতারা ভাবছেন, এবছর তাহলে একটু চুটিয়ে আম খাওয়া যাবে। সব মিলিয়ে বেশীরভাগ চাহিদাই এবার পূরন হবার আশা জুগিয়েছে বৃহদ পরিমানে আম গাছে আমের মুকুল।
কিন্তু খোয়াইয়ের প্রবীন নাগরিকরা বলছেন, যত বেশী আমের মুকুল, তত বেশী ঝড়-তুফানের আশঙ্কা। প্রবীনদের এই আশঙ্কাকে নয় অযথা অযৌক্তিক দাবি বলে উপেক্ষা নাই করা হল। কারন এর পেছনে কোনও বৈজ্ঞানিক ব্যাক্ষা না থাকলেও এমনটা কিন্তু হয়ই। তাই প্রবীনরা প্রার্থনা করছেন, বরুন দেব যেন এবছর একটু কৃপা দৃষ্টি রাখেন। আম-জাম-কাঁঠাল-এর প্রচুর ফলন যেন হয়। ঘরে ঘরে মরশুমের সব ফল যেন বেশী পরিমানে পৌছে।
এদিকে ফাগুনের আগুন লাগতে শুরু করেছে আম্রকাননে। মধু মাস জানান দিচ্ছে মুকুলে মুকুলে। আমগাছের শীর্ষচূড়া মুকুলের রঙে একেবারে হলদে হয়ে গেছে। মুকুলের সুঘ্রাণে ভরে উঠেছে আকাশ-বাতাস। গাছে গাছে আমের এমন মুকুল দেখে এবছর ভাল ফলনের আশায় বুক বাঁধছেন খোয়াইয়ের আমচাষীরা। তবে আম ঘরে তোলার আগে যদি প্রকৃতির অবস্থা ভালো না থাকে তাহলে কিন্তু মন ভাঙবে অনেকেরই।