দেবজিৎ চক্রবর্তী, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী ।। উত্তর-পূর্বের পার্বতী কন্যা ত্রিপুরা এই ভারতবর্ষের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নজীর সৃষ্টি করেছে ভোট দানের পরিসংখ্যানে। ভোট মানেই এই রাজ্যের মানুষের চরম উন্মাদনা আর প্রতীক্ষা গণতন্ত্রের পবিত্র কর্তব্য সম্পাদনের ব্যপ্তী থেকে ভোটার আর আয়োজনের সীমা নাহাৎ সীমাবদ্ধ তবুও TTAADC-র ভিলেজ কমিটির ভোট ঘোষনার সঙ্গে সঙ্গে পুরোমাত্রায় নির্বাচনী উত্তাপের প্রহর অতিক্রান্ত হয়েছে। সব পর্ব শেষে এবার ADC-র ভিলেজ কমিটির নির্বাচনে সুখে দুঃখে আগামীর পথ পাড়ি দিতে বিশ্বস্ত বন্ধু হিসেবে বেছে নেয়ার অংক কষছেন ভোটাররা। জীবনের রসায়ন থেকেই নির্বাচকরা নির্বাচিত করবেন কাঙ্খিত প্রার্থীদের – ভোট পর্বের আয়োজন সম্পূর্ণ শেষ রাত্তিরে পাহাড়জুড়ে অপেক্ষা ২৪শে ফ্রেব্রুয়ারীর নব প্রত্যূষের। পাহাড়ের ভোট নিয়ে গোটা রাজ্যে শুরু হয়েছে ভোটের গুঞ্জন।