নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ফেব্রুয়ারী ।। রাজ্য সফরে আসা আসামের হারেঙ্গাজাওয়ের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীগণ মঙ্গলবার দুপুরে মহাকরণে মূখ্যমন্ত্রীর সাথে সৌজন্যে সাক্ষাৎকারে মলিত হন। ৩৮ আসাম রাইফেলস বাহিনীর ব্যবস্থাপনায় আসামের হারেঙ্গাজাওয়ের ৩টি স্কুলের ৮ম থেকে দ্বাদশ শ্রেণীর ৩০ জন ছাত্র ছাত্রী সংহতিমূলক সফরে ত্রিপুরায় এসেছে। তাদের মধ্যে ৭জন শিক্ষক শিক্ষিকা ও প্রশাসনিক কর্মকতাও রয়েছেন। মঙ্গলবার দুপুরে মহাকরণের ২নং কনফারেন্স হলে মূখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে সাক্ষাৎকার কালে ছাত্র-ছাত্রীগণ মূখ্যমন্ত্রীর নিকট ত্রিপুরার উন্নয়ন, জাতীয় সংহতি প্রসঙ্গে বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখে।