আন্তর্জাতিক ডেস্ক ।। নেপালে ২৩ আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী বিমানটি দেশটির পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, আরোহীদের সবাই নিহত হয়েছেন। আরোহীদের মধ্যে ২ জন বিদেশিও ছিল। নেপালের কর্তৃপক্ষ জানায়, বুধবার সকালে ২০ যাত্রী ও ৩ জন ক্রু নিয়ে পোখরা থেকে জমসম যাওয়ার পথে তারা এয়ার পরিচালিত টুইন অটার নামের বিমানটি নিয়ন্ত্রক কক্ষের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, মাগদি জেলার সোলি ঘুবতিভীরের জঙ্গলে বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। ধ্বংসাবশেষ উদ্ধারে জোরালে অভিযান পরিচালনা করা হচ্ছে। আরোহীদের সবাই মারা গেছেন বলে নিশ্চিত করে নেপালের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তারা দাহাদুর কারকি বলেছেন, নোপালি সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন। দেশটির বিমান ও পর্যটনমন্ত্রী প্রসাদ পোখরেলও বিমানটি বিধ্বস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ধ্বংসাবশেষ উদ্ধারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারেননি দেশটির কর্মকর্তারা।